আন্তর্জাতিক বন্ধু দিবসে ডিইউসিএসের সাংস্কৃতিক পরিবেশনা ‘দেখা হবে বন্ধু’

নিজস্ব প্রতিবেদক : দূরে থেকেও পাশে থাকার প্রতিজ্ঞা এবং দুর্যোগ শেষে পুনরায় বন্ধুত্বের স্ফূলিঙ্গ প্রজ্বলিত হওয়ার অভিপ্রায় ধারণ করে আন্তর্জাতিক বন্ধু দিবসে মুক্তি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের দগলতসাংস্কৃতিক পরিবেশনা ‘দেখা হবে বন্ধু’। গত ৩০ জুলাই সংগঠনটির ফেসবুকপেইজ এবংইউটিউব চ্যানেল থেকে পরিবেশনাটি অবমুক্ত করা হয়।

উম্মে হাবিবার নির্দেশনায় ১৬ মিনিটের এইপরিবেশনায় ছিলো বন্ধুত্ব বিষয়ক সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ নিজ নিজ ঘরে বসেই এসব পরিবেশনায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিয়মিত কার্যক্রমে কিছু বিঘ্ন ঘটলেও সংগঠনটি অনলাইনের মাধ্যমে তাদের বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরিবেশনাটিরইউটিউবলিংক: https://www.youtube.com/watch?v=2xLORoAZi1s&t=745s

Leave A Reply

Your email address will not be published.

Title