ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের জোরালো অভিযান তাল তলা ক্যাফে আগুন: চার বন্ধুর স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ডিএসসিসি কীটনাশক ছিটানো দ্বিগুণ করলো – মশকনিধনে নতুন উদ্যোগ দৌলতপুর বিএনপির ঈদ পুনর্মিলনীতে আখতারুজ্জামান সজলের নেতৃত্বে নেতাকর্মীদের মিলনমেলা বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু রোগী শনাক্তে সর্বোচ্চ সংখ্যা পাসপোর্ট দিবো না: মানবতাবিরোধী ও পলাতকদের পাসপোর্ট ইস্যু বন্ধ উজবেকিস্তান বিশ্বকাপ ২০২৬: খেলোয়াড়দের প্রেসিডেন্টের উপহার গাড়ি বিএসএফের পুশ-ইন: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন অনুপ্রবেশ কুষ্টিয়ায় চুরির অভিযোগে নারী নির্যাতন, মামলা ও গ্রেপ্তার – থানায় গ্রামবাসীর ঘেরাও ড. ইউনূসের সঙ্গে বিরোধে নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

আবারও অবরুদ্ধ নগর ভবন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে। আন্দোলনকারীরা মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বন্ধ রয়েছে সকল ধরনের নাগরিকসেবা। কর্মবিরতিতে রয়েছেন শ্রমিক ও কর্মচারীরাও।

রোববার (১ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন, ফলে ভবনটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এসময় আন্দোলনকারীরা স্লোগান দেন- ইশরাক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।

প্রধান ফটকে তালা লাগানো থাকায় নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা বলেছেন, গত দুদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান। যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের পক্ষে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

এদিকে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি।

সম্প্রতি ২৯ মে (বৃহস্পতিবার) আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আপিল খারিজ করে দেন, যা তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা রাখেনি।

সেদিন নগর ভবনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজন করুন। এটি সরকারের প্রতি আমার শেষবারের মতো আহ্বান।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আবারও অবরুদ্ধ নগর ভবন

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে। আন্দোলনকারীরা মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বন্ধ রয়েছে সকল ধরনের নাগরিকসেবা। কর্মবিরতিতে রয়েছেন শ্রমিক ও কর্মচারীরাও।

রোববার (১ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন, ফলে ভবনটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এসময় আন্দোলনকারীরা স্লোগান দেন- ইশরাক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।

প্রধান ফটকে তালা লাগানো থাকায় নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা বলেছেন, গত দুদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান। যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের পক্ষে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

এদিকে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি।

সম্প্রতি ২৯ মে (বৃহস্পতিবার) আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আপিল খারিজ করে দেন, যা তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা রাখেনি।

সেদিন নগর ভবনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজন করুন। এটি সরকারের প্রতি আমার শেষবারের মতো আহ্বান।