ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের জোরালো অভিযান তাল তলা ক্যাফে আগুন: চার বন্ধুর স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ডিএসসিসি কীটনাশক ছিটানো দ্বিগুণ করলো – মশকনিধনে নতুন উদ্যোগ দৌলতপুর বিএনপির ঈদ পুনর্মিলনীতে আখতারুজ্জামান সজলের নেতৃত্বে নেতাকর্মীদের মিলনমেলা বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু রোগী শনাক্তে সর্বোচ্চ সংখ্যা পাসপোর্ট দিবো না: মানবতাবিরোধী ও পলাতকদের পাসপোর্ট ইস্যু বন্ধ উজবেকিস্তান বিশ্বকাপ ২০২৬: খেলোয়াড়দের প্রেসিডেন্টের উপহার গাড়ি বিএসএফের পুশ-ইন: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন অনুপ্রবেশ কুষ্টিয়ায় চুরির অভিযোগে নারী নির্যাতন, মামলা ও গ্রেপ্তার – থানায় গ্রামবাসীর ঘেরাও ড. ইউনূসের সঙ্গে বিরোধে নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

ইন্টার মায়ামিতে ইতিহাস গড়লেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

গল্পটা বুঝি ফুরোচ্ছে না সহসাই। লিওনেল মেসিকে ফুটবলের স্ক্রিপ্ট থেকে ছুঁড়ে ফেলবেন এমন সাধ্য কার। চলতি মৌসুমে শুরুটা ভাল হয়নি ইন্টার মায়ামি এবং লিওনেল মেসির। তখনই বিভিন্ন তীর্যক মন্তব্য শোনা গিয়েছিল। কিন্তু বল পায়েই জবাব দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। আজকের ম্যাচেও হলো তাই। 

রোববার সকালে মেসি অবশ্য দুই অ্যাসিস্টও করেছেন। মেসির জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্টে কলম্বাসকে ৫-১ গোল উড়িয়ে দিয়েছে মায়ামি। আর এদিন রেকর্ডের পাতাতেও তুলেছেন নিজের নাম। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির এখন সর্বোচ্চ গোলদাতা মেসিইই।

ইন্টার মায়ামির হয়ে ২৯ গোল ছিল মেসিরই আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের। কলম্বাসের বিপক্ষে জোড়া গোল করে তাকে টপকে গেলেন মেসি। এই মুহূর্তে মায়ামির গোলাপি জার্সিতে মেসির গোল ৩১ টি।

কলম্বাসের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি লিড নেয় ১৩ মিনিটের মাথায়। মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করে বসেন মেসি নিজেই।

২৪ মিনিটের নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দারুণ এক চিপ করে গোল করেন এলএমটেন।

বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। এরপর ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ইন্টার মায়ামিতে ইতিহাস গড়লেন মেসি

আপডেট সময় : ০১:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

গল্পটা বুঝি ফুরোচ্ছে না সহসাই। লিওনেল মেসিকে ফুটবলের স্ক্রিপ্ট থেকে ছুঁড়ে ফেলবেন এমন সাধ্য কার। চলতি মৌসুমে শুরুটা ভাল হয়নি ইন্টার মায়ামি এবং লিওনেল মেসির। তখনই বিভিন্ন তীর্যক মন্তব্য শোনা গিয়েছিল। কিন্তু বল পায়েই জবাব দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। আজকের ম্যাচেও হলো তাই। 

রোববার সকালে মেসি অবশ্য দুই অ্যাসিস্টও করেছেন। মেসির জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্টে কলম্বাসকে ৫-১ গোল উড়িয়ে দিয়েছে মায়ামি। আর এদিন রেকর্ডের পাতাতেও তুলেছেন নিজের নাম। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির এখন সর্বোচ্চ গোলদাতা মেসিইই।

ইন্টার মায়ামির হয়ে ২৯ গোল ছিল মেসিরই আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের। কলম্বাসের বিপক্ষে জোড়া গোল করে তাকে টপকে গেলেন মেসি। এই মুহূর্তে মায়ামির গোলাপি জার্সিতে মেসির গোল ৩১ টি।

কলম্বাসের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি লিড নেয় ১৩ মিনিটের মাথায়। মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করে বসেন মেসি নিজেই।

২৪ মিনিটের নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দারুণ এক চিপ করে গোল করেন এলএমটেন।

বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। এরপর ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।