ইয়াবা পাচারকারী ২ সেনা সদস্যকে আটক করেছে র্যাব ১১

- আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ১৬ বার পড়া হয়েছে
সিদ্দিরগঞ্জ প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড হতে ৯৮০ পিস ইয়াবাসহ চাকরীচ্যুত ২ সেনা সদস্যকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো মাহেন্দ্র নাথ(৩২) ও মোঃ জিহাদ ইসলাম(৩২)। গ্রেফতারকৃত আসামী ০২জনই চাকুরীচ্যুত সেনা সদস্য। মহেন্দ্র নাথ ২০১৭ সালে চুরির দায়ে তাকে চাকুরীচ্যুত করা হয় এবং জিহাদ ইয়াবা সেবনের দায়ে ২০১৮ সালে চাকুরীচ্যুত করা হয়।
র্যাব জানায়,কক্সবাজারের ২জন ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অভিনব কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে ওই ইয়াবা পাচারকারীরা একই কৌশলে কক্সবাজার হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রাত সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিটাগাংরোডে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টে গাড়ী থামিয়ে তল্লাসীকালে কক্সবাজার হতে ঢাকাগামী ষ্টার লাইন কোচ থেকে নেমে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার সময় সন্দিগ্ধ হিসেবে মাহেন্দ্র নাথ ও মোঃ জিহাদ ইসলাম’কে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেন্দ্র নাথ এবং মোঃ জিহাদ ইসলামের কথা ও আচরণে অসংলগ্নতা ও অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে তারা অস্বীকার করে। অতঃপর নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ এবং তাদের দেহ তল্লশী করে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।