করোনা ভাইরাসে বাংলাদেশে প্রান গেল ৭০ বছর বয়সী বৃদ্ধের

0

 

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইইডিসিআর’র পরিচালক বলেন, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যা ভুগছিলেন। বুধবার তিনি মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য সতর্কতা মেনে তাকে দাফন করা হবে।

আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্তের সংখ্যা ৪ জন। আক্রান্তদের ৩ জন পুরুষ আর একজন নারী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন বিদেশ ফেরত। অপরজন বিদেশ ফেরত একজনের পরিবারের সদস্য।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title