কাপাসিয়ায় ইউপি সদস্য, ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা গিয়াসপুর বাজারে গরুর হাট বসানোর জন্য মাইকিং করার অপরাধে ওই বাজারের ইজারাদার ও বারিষাব ইউনিয়ন পরিষদের সদস্যকে ৫৫ হাজার টাকা জরিমানা  করেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় বারিষাব ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য  ও গিয়াসপুর বাজারের ইজারাদার মোঃ সেলিম মিয়া প্রধানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, করোনা ভাইরাসের কারণে গণজমায়েত নিষিদ্ধ থাকায় গিয়াসপুর বাজারের ইজারাদার ও ইউপি সদস্য  সেলিম মিয়াকে তিনি সরকারি নির্দেশ অমান্য করে গরুর হাট বসানোর চেষ্টার মাইকিং করার অপরাধে তাকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title