ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন, প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত: গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ রাশিয়ার কামচাটকা ভূমিকম্প: ৭.৪ মাত্রার কম্পন, সুনামি সতর্কতা জারি প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ মারা গেলেন ২০ বছর কোমায় থাকার পর জাতীয় সনদ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির, ‘ঘুমন্ত রাজপুত্র’ আলওয়ালিদ জুলাই গণহত্যার, সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে গাজায় শিশুর মৃত্যু, ইসরায়েলের অবরোধে খাদ্য সংকট চরমে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এ পর্যন্ত গ্রেপ্তার ৩০৬

চ্যাট জিপিটিকে ভুলেও এই প্রশ্নগুলি করবেন না25

চ্যাট জিপিটিকে ভুলেও এই প্রশ্নগুলি করবেন না25

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিকবদনঃ  এখন আর মানুষ একা থাকছে না । তথ্য প্রযুক্তির সময় মানুষের সঙ্গ দেওয়ার জন্য আর রক্ত মাংসের প্রয়োজন হচ্ছে না। এখন কথা বলার জন্য রয়েছে চ্যাটজিপিটি। যে কোনও প্রশ্ন বা গল্প করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে।

শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। বলে দেয় প্রেমিকের মান ভাঙানোর কৌশলও। কিন্তু আমাদের তো প্রশ্নের শেষ নেই। তাই অনেকেই মজার ছলে নানারকম প্রশ্ন করে ফেলে যা অত্যন্ত বিতর্কিত। যার জেরে পড়তে হতে পারে বিপদেও।

কীভাবে বিস্ফোরক তৈরি করে, কীভাবে কাউকে হত্যা করা যায়

আয়ের নতুন পথ খুলছে চ্যাট জিপিটি : মাসিক আয় $৫,০০০
হয়তো কোনও কারণ ছাড়াই, স্রেফ কৌতুহলের বশে চ্যাটজিপিটিকে প্রশ্ন করে বসলেন, কীভাবে বিস্ফোরক তৈরি করবেন। অর্থাৎ এমন কোনও প্রশ্ন যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে যুক্ত, তা জিজ্ঞেস করলেই লগ আউট হয়ে যেতে পারে চ্যাটজিপিটি। পরবর্তীতে লগ ইন করতে বেশ বেগ পেতে হবে।

কারও ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া

চ্যাটজিপিটি প্রশ্নের উত্তর দেয় বলে ভুলেও কারও ব্যক্তিগত তথ্য জানতে চাইবেন না। ধরুন এমন কোনও তথ্য চেয়ে বসলেন, যা কোনওভাবে অন্যের জন্য বিপজ্জনক হতে পারে। ধরুন কারও ব্যাঙ্কের বিস্তারিত তথ্য জানতে চাইলেন, তা কখনই জানাবে না চ্যাটজিপিটি। উলটে এধরনের প্রশ্ন করার জন্য আপনি পড়তে পারেন বিপদে।

এখানেই শেষ নয়। ধরুন, পরীক্ষার হলে উত্তর লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিলেন। তাতেও পড়তে পারেন সমস্যায়। তবে মাথায় রাখবেন আর যাই করুন, ভুলেও অপরাধমনস্ক কোনও প্রশ্ন করা যাবে না। তাহলে মজা কখন ‘সাজা’ হয়ে দাঁড়াবে বুঝতেও পারবেন না!

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

চ্যাট জিপিটিকে ভুলেও এই প্রশ্নগুলি করবেন না25

চ্যাট জিপিটিকে ভুলেও এই প্রশ্নগুলি করবেন না25

আপডেট সময় : ০৯:১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

নিজস্ব প্রতিকবদনঃ  এখন আর মানুষ একা থাকছে না । তথ্য প্রযুক্তির সময় মানুষের সঙ্গ দেওয়ার জন্য আর রক্ত মাংসের প্রয়োজন হচ্ছে না। এখন কথা বলার জন্য রয়েছে চ্যাটজিপিটি। যে কোনও প্রশ্ন বা গল্প করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে।

শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। বলে দেয় প্রেমিকের মান ভাঙানোর কৌশলও। কিন্তু আমাদের তো প্রশ্নের শেষ নেই। তাই অনেকেই মজার ছলে নানারকম প্রশ্ন করে ফেলে যা অত্যন্ত বিতর্কিত। যার জেরে পড়তে হতে পারে বিপদেও।

কীভাবে বিস্ফোরক তৈরি করে, কীভাবে কাউকে হত্যা করা যায়

আয়ের নতুন পথ খুলছে চ্যাট জিপিটি : মাসিক আয় $৫,০০০
হয়তো কোনও কারণ ছাড়াই, স্রেফ কৌতুহলের বশে চ্যাটজিপিটিকে প্রশ্ন করে বসলেন, কীভাবে বিস্ফোরক তৈরি করবেন। অর্থাৎ এমন কোনও প্রশ্ন যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে যুক্ত, তা জিজ্ঞেস করলেই লগ আউট হয়ে যেতে পারে চ্যাটজিপিটি। পরবর্তীতে লগ ইন করতে বেশ বেগ পেতে হবে।

কারও ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া

চ্যাটজিপিটি প্রশ্নের উত্তর দেয় বলে ভুলেও কারও ব্যক্তিগত তথ্য জানতে চাইবেন না। ধরুন এমন কোনও তথ্য চেয়ে বসলেন, যা কোনওভাবে অন্যের জন্য বিপজ্জনক হতে পারে। ধরুন কারও ব্যাঙ্কের বিস্তারিত তথ্য জানতে চাইলেন, তা কখনই জানাবে না চ্যাটজিপিটি। উলটে এধরনের প্রশ্ন করার জন্য আপনি পড়তে পারেন বিপদে।

এখানেই শেষ নয়। ধরুন, পরীক্ষার হলে উত্তর লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিলেন। তাতেও পড়তে পারেন সমস্যায়। তবে মাথায় রাখবেন আর যাই করুন, ভুলেও অপরাধমনস্ক কোনও প্রশ্ন করা যাবে না। তাহলে মজা কখন ‘সাজা’ হয়ে দাঁড়াবে বুঝতেও পারবেন না!