ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ৭ জেলায় নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি25 ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ25 সদরপুরে উন্মুক্ত লটারিতে ওএমএস ও খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত: অবরুদ্ধ মানুষের আহাজারি যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না, জানাল মার্কিন দূতাবাস SSC রেজাল্ট ২০২৫: ১০ জুলাই সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঢাকা নারায়ণগঞ্জ গ্যাস বন্ধ থাকবে সোমবার, জানিয়েছে তিতাস গ্যাস গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত: গণহত্যার ধারাবাহিকতা চলছে ডেঙ্গু আপডেট বাংলাদেশ: একদিনে ৩১৭ জন আক্রান্ত, নেই নতুন মৃত্যু যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: বাণিজ্য ও ভূরাজনীতি, গণতন্ত্র নয়

জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩

জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩ জয়পুরহাটের আক্কেলপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক উৎপাদনকারী একটি অবৈধ চোলাই মদের কারখানা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে লাইসেন্স ছাড়া মদ উৎপাদন করে তা স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রদের নিকটেও সরবরাহ করতেন বলে জানা গেছে।

শুক্রবার, ২০ জুন রাত ৯টার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রেল স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই৬৭৭১৫-এলাহী।

অভিযানে আটককৃতরা হলেন, দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)। এ সময় তাদের কাছে থেকে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি লাইসেন্স ছাড়াই মদ উৎপাদন করে আসছিল। তারা শুধু মাদকসেবীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন বয়সী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছেও তারা নিয়মিত মাদক সরবরাহ করতো। এসব তথ্য স্থানীয়দের সহায়তায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “আমরা স্থানীয়দের সহযোগিতায় গোপনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রাপ্ত আলামত থেকে নিশ্চিত হওয়া গেছে, এই মদ তৈরি এবং বিপণন দীর্ঘদিন ধরে চলছিল। এ ধরনের অভিযান চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয়রা জানিয়েছেন, রেলস্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক উৎপাদন ও বিক্রি হতো। তবে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। সেনাবাহিনীর অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিজেরা চোলাই মদ তৈরি করতেন এবং বিভিন্ন স্থানীয় পয়েন্টে তা সরবরাহ করতেন। মদের বোতলগুলো গোপন কৌশলে ব্যাগ বা অন্যান্য পাত্রে ভরে শিক্ষার্থীসহ তরুণদের হাতে তুলে দেওয়া হতো। মাদকের এই ভয়ঙ্কর প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছিল, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজ ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে।

এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হলো, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে মাদক চক্রগুলোকে নির্মূল করা সহজ হবে বলে মনে করছেন স্থানীয় নাগরিকরা।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চোলাই মদের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। অনেকেই দারিদ্র্য ও বেকারত্বকে পুঁজি করে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছে। তবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এই মাদক চক্র ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩

জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩

আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ছাত্রদের কাছে মাদক বিক্রি, সেনা অভিযানে আটক৩ জয়পুরহাটের আক্কেলপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক উৎপাদনকারী একটি অবৈধ চোলাই মদের কারখানা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে লাইসেন্স ছাড়া মদ উৎপাদন করে তা স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রদের নিকটেও সরবরাহ করতেন বলে জানা গেছে।

শুক্রবার, ২০ জুন রাত ৯টার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রেল স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই৬৭৭১৫-এলাহী।

অভিযানে আটককৃতরা হলেন, দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)। এ সময় তাদের কাছে থেকে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি লাইসেন্স ছাড়াই মদ উৎপাদন করে আসছিল। তারা শুধু মাদকসেবীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন বয়সী স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছেও তারা নিয়মিত মাদক সরবরাহ করতো। এসব তথ্য স্থানীয়দের সহায়তায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “আমরা স্থানীয়দের সহযোগিতায় গোপনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রাপ্ত আলামত থেকে নিশ্চিত হওয়া গেছে, এই মদ তৈরি এবং বিপণন দীর্ঘদিন ধরে চলছিল। এ ধরনের অভিযান চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয়রা জানিয়েছেন, রেলস্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক উৎপাদন ও বিক্রি হতো। তবে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। সেনাবাহিনীর অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিজেরা চোলাই মদ তৈরি করতেন এবং বিভিন্ন স্থানীয় পয়েন্টে তা সরবরাহ করতেন। মদের বোতলগুলো গোপন কৌশলে ব্যাগ বা অন্যান্য পাত্রে ভরে শিক্ষার্থীসহ তরুণদের হাতে তুলে দেওয়া হতো। মাদকের এই ভয়ঙ্কর প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছিল, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজ ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে।

এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হলো, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে মাদক চক্রগুলোকে নির্মূল করা সহজ হবে বলে মনে করছেন স্থানীয় নাগরিকরা।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চোলাই মদের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। অনেকেই দারিদ্র্য ও বেকারত্বকে পুঁজি করে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ছে। তবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এই মাদক চক্র ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।