জাতিসংঘকে দুটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক :  দীর্ঘ আলোচনার পর সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। বুধবার তেহরানে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। দু’পক্ষের মধ্যে গত কয়েক মাস ধরে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয় ইরানের পক্ষ থেকে।

বুধবার ইরানের পারমাণবিক সংস্থার প্রধান আলি আকবর সালেহি এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান স্বেচ্ছায় আইএইএ-কে দুটি নির্দিষ্ট স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। উভয় পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আইএইএ নিরপেক্ষ থাকবে আর প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে ইরান।

আইএইএর পক্ষ থেকেই স্থাপনা দুটির বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই পুরোনো পারমাণবিক স্থাপনা দুটি পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মসূচি সম্পর্কে তারা একমত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে, ইরানের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর এ বিষয়ে নতুন করে আর কোন প্রশ্ন তুলবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।

Leave A Reply

Your email address will not be published.

Title