জীবনের ঝুকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে পুলিশ—–মারুফ হোসেন সরদার

নিজস্ব প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কেরানীগঞ্জের পুলিশ সদস্যরাও আক্রান্ত হয়েছেন।তবে মনোবল শক্ত করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন সরদার বিপিএম পিপিএম।
আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ীতে পুলিশ সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন।
কেরানীগঞ্জ করোনা ভাইরাসের একটি অতি ঝুকিপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত।কেরানীগঞ্জর দুই থানায় ২৯জন পুলিশ সদস্য আক্রান্ত ও একজন এসআই করোনা থেকে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন বলে ও জানান তিনি।দেশের এইমুহুর্তে মানুষের ত্রান সহায়তা করা ,লকডাউন নিশ্চিত করা ,এমনকি মৃত্যু মানুষের জানাজা কবর দেয়া কিংবা স্মশান ঘাট নিয়ে সৎকার করার কাজটাও পুলিশ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,সারা দেশে নয় শতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত।তাদের সবচেয়ে বেশী ঝুকি থাকা সত্ত্বেও দেশের স্বার্থে জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।আজ দেশের এই কঠিন মুহুর্তে ইতোমধ্যে পুলিশ সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে ৬ পুলিশ সদস্য শহীদ হয়েছেন।আমি সেসব শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছি।এছাড়া যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সবাইকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার, রামানন্দ সরকার,মডেল থানা অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম,সোনাকান্দা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মাহমুদ আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title