সংবাদ শিরোনাম ::
ট্রাফিক আইন অমান্যে ২৪ ঘন্টায় ৩৬লক্ষ টাকা জরিমানা আদায়

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ ২২ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮,৪৭৩টি মামলা ও ৩৬লক্ষ ৬১হাজার ৩শত টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪০টি গাড়ি ডাম্পিং ও ৯৮৬টি গাড়ি রেকার করা হয়েছে। ২৮ আগস্ট সারাদিন ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/QR4WwGSY1N0″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>