তিন দিনব্যাপী আগা খান ইন্টার স্কুল মডেল ইউনাইটেড নেশন ২০১৯ সম্পন্ন

- আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৬ বার পড়া হয়েছে
মাইন্ড ইন মোশন স্লোগানের তিন দিনব্যাপী আগা খান ইন্টার স্কুল মডেল ইউনাইটেড নেশন ২০১৯ সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে রাজধানীর উত্তরায় আগা খান স্কুলের নিজস্ব কার্যালয় এই কনফারেন্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের গ্লোবাল ইস্যু গুলো যাতে ছাত্র-ছাত্রীরা রিপ্রেজেন্ট করতে পারে তাদের প্রস্তুত করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। এর আগে ১২ ই আগস্ট ২০১৯ প্রথম দিনে ডক্টর টেইলরের তত্ত্বাবধানে এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দোনেশিয়ান অ্যাম্বাসেডর রিনা সোওইমারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক লায়সিয়ন এর হোসেন হায়দার আলী।
পুলিশ কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে,সিনিয়র অফিসাররা থানায় বসবে : ডিএমপি কমিশনার
থানায় পুলিশ কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে,সিনিয়র অফিসাররা থানায় বসবে বলে ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথা বলেন।