দিল্লিতে শেখ হাসিনা-মোদীর বৈঠক শনিবার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
- / 55
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে আলোচনা শেষে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, নৌপরিবহন, অর্থনীতি, সমুদ্র গবেষণা, পণ্যের মান নির্ধারণ, বাণিজ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা খাতের প্রায় ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।