দীপু মনি এবার সমাজকল্যাণে, শিক্ষায় মুহিবুল হাসান

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। এর আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর শিক্ষামন্ত্রী হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আগের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হন মহিবুল হাসান চৌধুরী। এর আগেও তিনি এ আসনের সংসদ সদস্য ছিলেন।

মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে।

আর ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৬ হাজার ৫৬৬ ভোটে বিজয়ী হন।

১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্ম হয় দীপুর। তিনি একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম.এ ওয়াদুদের সন্তান। তার মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা।

Leave A Reply

Your email address will not be published.

Title