ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাঃগঞ্জের কৃতিসন্তান তপু বর্মন’র গোলে পয়েন্ট পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত নব্বই মিনিট শেষ হতে বাকি সাত মিনিট। তখনই কাতারের দোহায় নায়ক রূপে আবির্ভাব তপু বর্মণের। ডান প্রান্ত থেকে আব্দুল্লাহর ক্রসে বপের মধ্যে লাফিয়ে উঠে নেওয়া রিয়াদুল হাসান রাফির হেড প্রথমে বুক দিয়ে নামান তপু।

চোখের পলকে ডান দিকে ঘুরে ডান পায়ের যে শট নেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার, তা আফগান এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় জালে। বাংলাদেশের ফুটবলে কোনো ফুটবলারের পায়ে এমন গোল দেখে অবাক সবাই। শুধু অসাধারণ গোল করেই নয়, আফগানিস্তানের বিপক্ষে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়ে নায়কের আসনে তপু বর্মণ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। পেয়ে বসে হারের শঙ্কা। ম্যাচর ৪৮তম মিনিটে আফগানিস্তানের হয়ে প্রথম গোলটি করেছেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মণ।

এর আগে, দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল। জামাল ভূঁইয়ার থ্রু থেকে মাসুক মিয়া বক্সে ঢুকে কাটব্যাক করলে তা আফগান ডিফেন্ডারের গায়ে লাগে। এরপর বাংলাদেশের দূর্গে দুটি ব্যর্থ আক্রমণ চালায় আফগানরা। ১৯ মিনিটে আমির শাহিরির শট আর ৩৩ তম মিনিটে আফগান অধিনায়ক ফারশাদ নূরের বাঁ পায়ের শট দারুণভাবে প্রতিহত করেন গোলকিপার আনিসুর রহমান। অভিষেকে দারুণভাবে রক্ষণ সামলানো তারিক ৩৭তম মিনিটে হলুদ কার্ড দেখেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর আজকের ফিরতি ম্যাচে সেই ম্যাচের একাদশ থেকে খেলছেন কেবল ডিফেন্ডার রহমত মিয়া, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, সোহেল রানা এবং উইঙ্গার বিপলু আহমেদ। এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ডপ্রবাসী ২০ বছর বয়সী ডিফেন্ডার তারিক কাজীর। ম্যাচের ৭৬তম মিনিটে বাংলাদেশের মানিক হোসেন মোল্লা এবং ৮২তম মিনিটে আফগানিস্তানের জুবায়ের আমিরি হলুদ কার্ড দেখেছেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাঃগঞ্জের কৃতিসন্তান তপু বর্মন’র গোলে পয়েন্ট পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত নব্বই মিনিট শেষ হতে বাকি সাত মিনিট। তখনই কাতারের দোহায় নায়ক রূপে আবির্ভাব তপু বর্মণের। ডান প্রান্ত থেকে আব্দুল্লাহর ক্রসে বপের মধ্যে লাফিয়ে উঠে নেওয়া রিয়াদুল হাসান রাফির হেড প্রথমে বুক দিয়ে নামান তপু।

চোখের পলকে ডান দিকে ঘুরে ডান পায়ের যে শট নেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার, তা আফগান এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় জালে। বাংলাদেশের ফুটবলে কোনো ফুটবলারের পায়ে এমন গোল দেখে অবাক সবাই। শুধু অসাধারণ গোল করেই নয়, আফগানিস্তানের বিপক্ষে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়ে নায়কের আসনে তপু বর্মণ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। পেয়ে বসে হারের শঙ্কা। ম্যাচর ৪৮তম মিনিটে আফগানিস্তানের হয়ে প্রথম গোলটি করেছেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন তপু বর্মণ।

এর আগে, দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল। জামাল ভূঁইয়ার থ্রু থেকে মাসুক মিয়া বক্সে ঢুকে কাটব্যাক করলে তা আফগান ডিফেন্ডারের গায়ে লাগে। এরপর বাংলাদেশের দূর্গে দুটি ব্যর্থ আক্রমণ চালায় আফগানরা। ১৯ মিনিটে আমির শাহিরির শট আর ৩৩ তম মিনিটে আফগান অধিনায়ক ফারশাদ নূরের বাঁ পায়ের শট দারুণভাবে প্রতিহত করেন গোলকিপার আনিসুর রহমান। অভিষেকে দারুণভাবে রক্ষণ সামলানো তারিক ৩৭তম মিনিটে হলুদ কার্ড দেখেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর আজকের ফিরতি ম্যাচে সেই ম্যাচের একাদশ থেকে খেলছেন কেবল ডিফেন্ডার রহমত মিয়া, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, সোহেল রানা এবং উইঙ্গার বিপলু আহমেদ। এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ডপ্রবাসী ২০ বছর বয়সী ডিফেন্ডার তারিক কাজীর। ম্যাচের ৭৬তম মিনিটে বাংলাদেশের মানিক হোসেন মোল্লা এবং ৮২তম মিনিটে আফগানিস্তানের জুবায়ের আমিরি হলুদ কার্ড দেখেছেন।