নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১১ জন আহত হওয়া ব্যক্তিদের খোঁজ খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

শুক্রবার ( ২৩ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত ভবনটিতে গ্যাস বিস্ফোরণে সময় উপস্থিত লোকজনের সাথে কথা বলেন এবং চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আহতদের খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান।

এর আগে, শুক্রবার ভোরে মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় দগ্ধদের মধ্যে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর ছয়জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title