“নির্ভর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও করোনা মোকাবেলায় এ সময়ের যোদ্ধা চিকিৎস, আইনশৃঙ্খলা বাহিনী, সহ সকলকে ধন্যবাদ জানিয়েছে “নির্ভর ফাউন্ডেশন” ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ বার্তা দেয় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বর্তমান সময় করোনার মত সঙ্কটময় সময় পার করছে সবাই। আরও এই সঙ্কটময় সময়ে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশী কষ্টে আছে। সাধ্য অনুযায়ী তাদের জন্য কাজ করে যাচ্ছে “নির্ভর ফাউন্ডেশন”। প্রতিবন্ধীদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবানও জানান তিনি।

তিনি বলেন, আমরা সবাই সচেতন হলেই এর ভয়াবহ করোনার হাত থেকে রক্ষা পেতে পারি। সবাই বাসায় থাকুন, সুস্থ্য থাকুন, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

Leave A Reply

Your email address will not be published.

Title