নোয়াখালীর নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যানের ত্রাণ বিতরণ অব্যাহত

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: বেড়ি বাঁধ না থাকায় মেঘনা নদীর জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন। জলচ্ছাসের দীর্ঘ ৫ দিনের সরকারী বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সেখানে। ফলে অর্ধহারে-অনাহারে দিনাতিপাত করা মানুষের মাঝে ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন। সোমবার সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে এই খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় ইউপি মেম্বার কামাল হোসেন, তাহেরা আক্তার, নিজাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক আবুল বাশার, যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ রাকিব, ছাত্রলীগ নেতা রাজা শামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় মানবেতর জীবণ যাপন করছে বানভাসী মানুষেরা। এখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। বিত্তবান সবাইকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.

Title