সংবাদ শিরোনাম ::
পিবিআইতে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / 33
নোয়াখালীর কোম্পানীগঞ্জেমেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে । পুলিশ হেডকোয়াটারের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের জানান, আমরা আলামত সংগ্রহ করছি। মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার নিহতের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামী করে এ মামলাটি কোম্পানীগঞ্জ থানায় দায়ের করেন।
নোয়াখালী প্রতিনিধি