পদ্মা নদীতে ট্রলার ডুবিতে পাঁচ শ্রমিক নিখোঁজ

 

ফ‌রিদপুর: ফরিদপুরের সদরপুরের পদ্মা নদীতে ট্রলার ডুবিতে পাচঁ শ্রমিক নিখোঁজ রয়েছে। শুক্রবার সকাল ৮টার সময় ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিখোঁজ পাচঁ শ্রমিকের মধ্যে দুজনের বাড়ি সদরপুরে বাকি তিন জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানাগেছে।

এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দুজন হলেন পিয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল ব্যাপারী(২৫) ও শহীদুল ব্যাপারী(২২) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), ও আব্দুর রাজ্জাক (৪০)।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় বলেন, সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে রওনা দেয়। এরপর ট্রলারটি মাঝ পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। এসময় ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠে আসলেও সদরপুরের দুইজন ও চুয়াডাঙ্গা জেলার তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, একটি ছোট্র টলারে চরের বাদাম তুলতে ১৭জন ঢেউখালী ইউনিয়নের কৃষি শ্রমিক ও ৬জন চুয়াডাঙ্গা এলাকার শ্রমিক নিয়ে ট্রলারটি রওনা দেয়। এরপর মাঝ নদীতে ডুবে গেলে ১৮ জন সাতরে তীরে উঠে।

ফায়ার সার্ভিস স্থানীয় এলাকবাসীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ৫জনকে পাওয়া যাচ্ছে না। এখন মানিকগঞ্জ থেকে তিন জনের একটি ডুবরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেবে।

নদীতে প্রচুর শ্রোত থাকার কারনে ওই পাচঁ শ্রমিকের লাশ ভেসে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজের স্বজনদের আহাজারীতে নদী তীরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে

Leave A Reply

Your email address will not be published.

Title