ফরিদপুরে বেসরকারি উদ্যোগে চালু হলো আইসিইউ ও সিসিইউ ইউনিট

ফরিদপুর প্রতিনিধি: করোনা রোগীদের চিকিৎসায় ফরিদপুরে বেসরকারি উদ্যোগে চালু হলো আইসিইউ ও সিসিইউ ইউনিট। মঙ্গলবার দুপুরে শহরের সিএন্ডবি ঘাট এলাকায় রেজওয়ান মোলতা জেনারেল হাসপাতালে ১৬ শয্যার এই ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

করোনা রোগীদের জন্য এই হাসপাতালে থাকছে ৫ শয্যার আইসিইউ এবং ১১টি সিসিইউ বেড়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকতা মো. মাসুম রেজা, সিভিল সার্জন অফিসের ডা. নাদিম, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাস সিদ্দীকি, হাসপাতালের চেয়ারম্যান রেজাওয়ান মোলতা, ব্যবস্থাপনা পরিচালক ডা. সৌদ মো. সালেহ প্রমুখ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষার মধ্যে ১২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২০৪।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারি নিদের্শে আমরা করোনার সময়ে জেলার প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নেওয়ার জন্য। আজ তারই প্রতিফলন হলো।

Leave A Reply

Your email address will not be published.

Title