ফেনীতে ৫৭ মিলিমিটার বৃষ্টি
 
																
								
							
                                - আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 105
ফেনীতে চলতি বছরে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন আকাশ মেঘলা ছিল। আজ শুক্রবারও অস্থায়ী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে গত কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি দেখা গেছে। তবে বিভিন্ন উপজেলায় বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু সড়কে অবৈধ মাটি পরিবহনের সময় ট্রাক থেকে মাটি পড়ে তা বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন স্থানীয় লোকজন। এ ছাড়া খেটে খাওয়া মানুষজন ও ব্যবসায়ীরা পড়েছেন দুর্ভোগে। জামাল উদ্দিন নামের এক রিকশাচালক ঢাকা পোস্টকে বলেন, রমজানে সারাদিন রোজা রেখে এমন আবহাওয়া স্বস্তির। তবে বৃষ্টির জন্য বাইরে রিকশা চালাতে কষ্ট হয়। রাস্তায় তেমন যাত্রীও থাকে না।
শহরের বড় বাজারের বস্ত্র ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বলেন, ঈদ পর্যন্ত এখন প্রতিটি দিনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় বৃষ্টিতে কিছুটা সমস্যা হয়েছে। দোকানে ক্রেতাও খুব একটা নেই। মানুষজন বৃষ্টিতে সচরাচর ঘর থেকে বের হতে চায় না।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, জমিতে পানি না জমলে বৃষ্টিতে ফসলের খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই। বরং আউশ আবাদের জন্য এই সময়ের বৃষ্টি কৃষকের উপকার হবে। তবে সূর্যমুখী ও ভুট্টার গাছ নুয়ে পড়তে পারে। এ ছাড়া নিচু জমির পানি না নামলে ফলন কম হবে।
 
																			 
																		






















