বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করবেন শুভ,তিশা ও মিশা সওদাগর

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বিভিন্ন চরিত্রে পর্দায় কারা হাজির হতে যাচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। শুধু তাই নয়, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যদের চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। অবশেষে ১ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিনেমাটির পঞ্চাশ জন অভিনেতা অভিনেত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দেখা গেছে, বঙ্গবন্ধুর বায়োপিকটি নির্মাণ করবেন ভারতের নামী পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফনবি শুভ আর তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এই সিনেমায় শেখ হাসিনার ছোট বেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু। এই ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষ। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title