ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের জোরালো অভিযান তাল তলা ক্যাফে আগুন: চার বন্ধুর স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ডিএসসিসি কীটনাশক ছিটানো দ্বিগুণ করলো – মশকনিধনে নতুন উদ্যোগ দৌলতপুর বিএনপির ঈদ পুনর্মিলনীতে আখতারুজ্জামান সজলের নেতৃত্বে নেতাকর্মীদের মিলনমেলা বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু রোগী শনাক্তে সর্বোচ্চ সংখ্যা পাসপোর্ট দিবো না: মানবতাবিরোধী ও পলাতকদের পাসপোর্ট ইস্যু বন্ধ উজবেকিস্তান বিশ্বকাপ ২০২৬: খেলোয়াড়দের প্রেসিডেন্টের উপহার গাড়ি বিএসএফের পুশ-ইন: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন অনুপ্রবেশ কুষ্টিয়ায় চুরির অভিযোগে নারী নির্যাতন, মামলা ও গ্রেপ্তার – থানায় গ্রামবাসীর ঘেরাও ড. ইউনূসের সঙ্গে বিরোধে নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

বড় ভাই জ্যুডের ক্লাবেই যাচ্ছেন জোবে বেলিংহাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

ইউরোপের পথে প্রান্তর থেকে তরুণ প্রতিভা খুঁজে আনার বেলায় বুরুশিয়া ডর্টমুন্ডের জুড়ি মেলা ভার। মারিও গোৎজা, রবার্ট লেভানডফস্কি, ইলকাই গুন্দোগান থেকে শুরু করে হালের আর্লিং হালান্ড কিংবা জ্যুড বেলিংহামকেও উঠিয়ে এনেছে জার্মান লিগের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরও এক তরুণ প্রতিভা। 

সেই তরুণ একেবারেই অচেনা না। সান্দারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোবে বেলিংহাম। বড়ভাই জ্যুড বেলিংহাম বর্তমানে রিয়াল মাদ্রিদের ভরসার অন্যতম কেন্দ্র। দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ডর্টমুন্ড থেকে। এবার বড় ভায়ের পথ ধরে জোবে বেলিংহামও ছুটছেন ডর্টমুন্ডের পথেই।

স্কাই জার্মানি নিশ্চিত করেছে ৩০ মিলিয়ন ইউরোতে দলবদল করার একেবারেই কাছাকাছি সান্দারল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার। তাকে দলে পেতে আগ্রহী ছিল আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে জোবে বেলিংহাম নিজ থেকেই জানিয়ে দেন, তিনি কেবল বুরুশিয়া ডর্টমুন্ডেই যেতে আগ্রহী। বর্তমানে দুই ক্লাব সান্দারল্যান্ড এবং ডর্টমুন্ড নিজেদের মধ্যে আলোচনা করছে সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়ে।

চলতি মৌসুমে সান্দারল্যান্ডকে ৭ বছর পর প্রিমিয়ার লিগে ফেরানোর পথে বড় ভূমিকা রেখেছেন জোবে। ৪৩ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। করেছেন ৩ গোল। করিয়েছেন ৪টি। ম্যাচের গতি নিয়ন্ত্রণেও তিনি বেশ পরিপক্ব। এমন একজনকে নিজেদের আগামীর পরিকল্পনায় বেশ ভালোভাবেই যুক্ত করেছে বুরুশিয়া ডর্টমুন্ড।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

বড় ভাই জ্যুডের ক্লাবেই যাচ্ছেন জোবে বেলিংহাম

আপডেট সময় : ১২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

ইউরোপের পথে প্রান্তর থেকে তরুণ প্রতিভা খুঁজে আনার বেলায় বুরুশিয়া ডর্টমুন্ডের জুড়ি মেলা ভার। মারিও গোৎজা, রবার্ট লেভানডফস্কি, ইলকাই গুন্দোগান থেকে শুরু করে হালের আর্লিং হালান্ড কিংবা জ্যুড বেলিংহামকেও উঠিয়ে এনেছে জার্মান লিগের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরও এক তরুণ প্রতিভা। 

সেই তরুণ একেবারেই অচেনা না। সান্দারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোবে বেলিংহাম। বড়ভাই জ্যুড বেলিংহাম বর্তমানে রিয়াল মাদ্রিদের ভরসার অন্যতম কেন্দ্র। দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ডর্টমুন্ড থেকে। এবার বড় ভায়ের পথ ধরে জোবে বেলিংহামও ছুটছেন ডর্টমুন্ডের পথেই।

স্কাই জার্মানি নিশ্চিত করেছে ৩০ মিলিয়ন ইউরোতে দলবদল করার একেবারেই কাছাকাছি সান্দারল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার। তাকে দলে পেতে আগ্রহী ছিল আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে জোবে বেলিংহাম নিজ থেকেই জানিয়ে দেন, তিনি কেবল বুরুশিয়া ডর্টমুন্ডেই যেতে আগ্রহী। বর্তমানে দুই ক্লাব সান্দারল্যান্ড এবং ডর্টমুন্ড নিজেদের মধ্যে আলোচনা করছে সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়ে।

চলতি মৌসুমে সান্দারল্যান্ডকে ৭ বছর পর প্রিমিয়ার লিগে ফেরানোর পথে বড় ভূমিকা রেখেছেন জোবে। ৪৩ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। করেছেন ৩ গোল। করিয়েছেন ৪টি। ম্যাচের গতি নিয়ন্ত্রণেও তিনি বেশ পরিপক্ব। এমন একজনকে নিজেদের আগামীর পরিকল্পনায় বেশ ভালোভাবেই যুক্ত করেছে বুরুশিয়া ডর্টমুন্ড।