ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ৭ জেলায় নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি25 ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ25 সদরপুরে উন্মুক্ত লটারিতে ওএমএস ও খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত: অবরুদ্ধ মানুষের আহাজারি যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না, জানাল মার্কিন দূতাবাস SSC রেজাল্ট ২০২৫: ১০ জুলাই সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঢাকা নারায়ণগঞ্জ গ্যাস বন্ধ থাকবে সোমবার, জানিয়েছে তিতাস গ্যাস গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত: গণহত্যার ধারাবাহিকতা চলছে ডেঙ্গু আপডেট বাংলাদেশ: একদিনে ৩১৭ জন আক্রান্ত, নেই নতুন মৃত্যু যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: বাণিজ্য ও ভূরাজনীতি, গণতন্ত্র নয়

বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব ফ্রান্সের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকেও সম্মতি রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ১১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে দেশটির বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করার প্রস্তাব নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে ড. মোমেন বলেন, আমরা প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপণ করেছি। আমরা আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই। ফ্রান্সের প্রযুক্তি ভালো। তারা স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব করেছে। আমরা এটা বিবেচনা করছি, চিন্তা-ভাবনা করছি। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। গত বছর আমরা যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন তারা প্রস্তাবটা দিয়েছিল। আমরা এটি বিচার বিশ্লেষণ করে দেখছি। আমি মনে করছি, বিষয়টিকে আমরা স্বাগত জানাতে পারি।

ফ্রান্স থেকে বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কিছু বিমান বিক্রি করতে চায়। আমরা রাজি হয়েছি। আমরা দশটি এয়ারবাস কিনব। এর মধ্যে দুটো হচ্ছে কার্গো বিমান। আমরা দুটো চাচ্ছি, বোয়িং ও এয়ার। মাঝখানে ডলার সংকটের কারণে কেনার প্রক্রিয়া দেরি হয়েছে।

নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে শেষে ঢাকা সফরে আসবেন ম্যাক্রোঁ। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি। ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব ফ্রান্সের

আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকেও সম্মতি রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ১১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে দেশটির বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করার প্রস্তাব নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে ড. মোমেন বলেন, আমরা প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপণ করেছি। আমরা আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই। ফ্রান্সের প্রযুক্তি ভালো। তারা স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব করেছে। আমরা এটা বিবেচনা করছি, চিন্তা-ভাবনা করছি। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। গত বছর আমরা যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন তারা প্রস্তাবটা দিয়েছিল। আমরা এটি বিচার বিশ্লেষণ করে দেখছি। আমি মনে করছি, বিষয়টিকে আমরা স্বাগত জানাতে পারি।

ফ্রান্স থেকে বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কিছু বিমান বিক্রি করতে চায়। আমরা রাজি হয়েছি। আমরা দশটি এয়ারবাস কিনব। এর মধ্যে দুটো হচ্ছে কার্গো বিমান। আমরা দুটো চাচ্ছি, বোয়িং ও এয়ার। মাঝখানে ডলার সংকটের কারণে কেনার প্রক্রিয়া দেরি হয়েছে।

নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে শেষে ঢাকা সফরে আসবেন ম্যাক্রোঁ। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি। ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।