বাড্ডায় বিএসটিআই এর অভিযান: শিশুখাদ্যসহ ৯টি নকল পন্য উদ্ধার, কোম্পানী সিলগালা
- আপডেট সময় : ১০:১৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / 103
তরুন বেগী: রাজধানীর উত্তর বাড্ডার বেরাইত কবরস্থান রোড মথুরাটেক কোয়াশা ইন্ড্রাস্ট্রিজ নামে নকল পন্য প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই। সোমবার দুপুরে কারখানায় অভিযান চালায় বিএসটিআই। অভিযানে বিপুল পরিমান জুস,চকলেট, সয়াবিন তেল, সাবান জব্দ করা হয়। বিএসটিআই এর উপ পরিচালক মো: রিয়াজুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার মালিক মিলন মিঞাকে ৯ লাখ জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেন বিএসটিআইয়ের নির্বাহী মেজিস্ট্রেট হাসিব সরকার। উৎপাদিত শিশু খাবারগুলো ধ্বংস ও কারখানা সিলগালা করার আদেশ দেন।
কোয়াশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মিলন মিয়া বলেন, নিজের ভুল স্বীকার করে বলেন, সকল অনুমোদন পক্রিয়া সম্পন্ন না করে উৎপাদনে যাওয়া ঠিক হয় নাই। তবে পন্য উৎপাদন মানসম্পন্ন কাচমাল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএসটিআই এর উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ মোতাবেক সকল পন্য ধ্বংস করে কোম্পনী সিলগালা করে দেয়া হবে। সকল শর্ত পুরন করে নিবন্ধন নেওয়া ছাড়া এই কোম্পানীতে আর কোন পন্য উৎপাদন করতে পারবে যেতে পারবে না বলে জানান তিনি।
এদিকে দেশে নকল পন্য উৎপাদন বন্ধে সাধারণ মানুষের সচেতনতা ও নিয়মিত অভিযান পরিচালনার বিকল্প নেই বলে মনে করেন বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার।




















