ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের জোরালো অভিযান তাল তলা ক্যাফে আগুন: চার বন্ধুর স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ডিএসসিসি কীটনাশক ছিটানো দ্বিগুণ করলো – মশকনিধনে নতুন উদ্যোগ দৌলতপুর বিএনপির ঈদ পুনর্মিলনীতে আখতারুজ্জামান সজলের নেতৃত্বে নেতাকর্মীদের মিলনমেলা বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু রোগী শনাক্তে সর্বোচ্চ সংখ্যা পাসপোর্ট দিবো না: মানবতাবিরোধী ও পলাতকদের পাসপোর্ট ইস্যু বন্ধ উজবেকিস্তান বিশ্বকাপ ২০২৬: খেলোয়াড়দের প্রেসিডেন্টের উপহার গাড়ি বিএসএফের পুশ-ইন: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন অনুপ্রবেশ কুষ্টিয়ায় চুরির অভিযোগে নারী নির্যাতন, মামলা ও গ্রেপ্তার – থানায় গ্রামবাসীর ঘেরাও ড. ইউনূসের সঙ্গে বিরোধে নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

বিশেষ চিপ নিয়ে আসছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। ভবিষ্যতের অত্যাধুনিক ডিভাইস যেমন স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ চিপ তৈরি করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এসব চিপের মাধ্যমে আরও উন্নত ও স্মার্ট ফিচার চালু করতে যাচ্ছে অ্যাপল। যা তাদের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাসের জন্য তৈরি হচ্ছে নতুন চিপ, যা খুবই কম শক্তি খরচে কাজ করবে। এই চিপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাপল ওয়াচের কম পাওয়ার প্রযুক্তি। ফলে স্মার্ট গ্লাস ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ব্যাটারি চার্জ না দিয়েই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন।

‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামের নতুন উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হচ্ছে আইফোন, ম্যাকবুক ও অন্যান্য ডিভাইসে। এই প্রযুক্তিতে অ্যাপলের তৈরি চিপগুলো থাকবে কেন্দ্রে।

এই চিপগুলোর সাহায্যে চালু হবে- নোটিফিকেশন সারাংশ তৈরি, ই-মেইল রিরাইট সুবিধা, চ্যাটজিপিটির মতো এআই টুলের সঙ্গে সংযোগ। অর্থাৎ অ্যাপলের ডিভাইসগুলো আগের চেয়ে আরও বেশি ইন্টেলিজেন্ট এবং প্রোডাক্টিভ হয়ে উঠবে।

অ্যাপল অনেক আগেই ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তিতে তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে নতুন এম-সিরিজ চিপ দিয়ে আইম্যাক ও ম্যাকবুকে তারা বাজারে আধিপত্য দেখাচ্ছে।

চলতি বছরের শুরুতেই অ্যাপল তাদের নিজস্ব মডেম চিপ প্রকাশ করেছে, যা ভবিষ্যতে আইফোনের মধ্যে আরও বেশি স্বাধীনতা ও কাস্টমাইজেশন এনে দেবে বলে ধারণা বিশ্লেষকদের।

বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপলের এই নতুন চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি। স্মার্ট গ্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এআই চালিত সেবা—সবকিছুতেই অ্যাপল তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করতে চায়, যাতে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পারফেক্ট ইন্টিগ্রেশন নিশ্চিত করা যায়।

রয়টার্সের তথ্যমতে, ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধে এগিয়ে থাকতে অ্যাপল এখন থেকেই চিপ উন্নয়নে বিশাল বিনিয়োগ করছে। স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে এআই সার্ভার পর্যন্ত—সবকিছুতেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশেষ চিপ নিয়ে আসছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

আপডেট সময় : ১১:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। ভবিষ্যতের অত্যাধুনিক ডিভাইস যেমন স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ চিপ তৈরি করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এসব চিপের মাধ্যমে আরও উন্নত ও স্মার্ট ফিচার চালু করতে যাচ্ছে অ্যাপল। যা তাদের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাসের জন্য তৈরি হচ্ছে নতুন চিপ, যা খুবই কম শক্তি খরচে কাজ করবে। এই চিপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাপল ওয়াচের কম পাওয়ার প্রযুক্তি। ফলে স্মার্ট গ্লাস ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ব্যাটারি চার্জ না দিয়েই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন।

‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামের নতুন উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হচ্ছে আইফোন, ম্যাকবুক ও অন্যান্য ডিভাইসে। এই প্রযুক্তিতে অ্যাপলের তৈরি চিপগুলো থাকবে কেন্দ্রে।

এই চিপগুলোর সাহায্যে চালু হবে- নোটিফিকেশন সারাংশ তৈরি, ই-মেইল রিরাইট সুবিধা, চ্যাটজিপিটির মতো এআই টুলের সঙ্গে সংযোগ। অর্থাৎ অ্যাপলের ডিভাইসগুলো আগের চেয়ে আরও বেশি ইন্টেলিজেন্ট এবং প্রোডাক্টিভ হয়ে উঠবে।

অ্যাপল অনেক আগেই ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তিতে তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে নতুন এম-সিরিজ চিপ দিয়ে আইম্যাক ও ম্যাকবুকে তারা বাজারে আধিপত্য দেখাচ্ছে।

চলতি বছরের শুরুতেই অ্যাপল তাদের নিজস্ব মডেম চিপ প্রকাশ করেছে, যা ভবিষ্যতে আইফোনের মধ্যে আরও বেশি স্বাধীনতা ও কাস্টমাইজেশন এনে দেবে বলে ধারণা বিশ্লেষকদের।

বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপলের এই নতুন চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি। স্মার্ট গ্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এআই চালিত সেবা—সবকিছুতেই অ্যাপল তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করতে চায়, যাতে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পারফেক্ট ইন্টিগ্রেশন নিশ্চিত করা যায়।

রয়টার্সের তথ্যমতে, ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধে এগিয়ে থাকতে অ্যাপল এখন থেকেই চিপ উন্নয়নে বিশাল বিনিয়োগ করছে। স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে এআই সার্ভার পর্যন্ত—সবকিছুতেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।