মুন্সীগঞ্জের অবৈধ তিন ইটভাটা উচ্ছেদ, জরিমানা ১৩লাখ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে তিনটি অবৈধ ইটাভাটা উচ্ছেদ ও ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বালুরচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ। অবৈধ তিনটি ইট ভাটা হলো- মেসার্স মামা ভাগিনা ব্রিকস, মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স আকাশ ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান, এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভেকু দিয়ে মেসার্স মামা ভাগিনাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি দুইটি ইট ভাটায় পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করে দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title