সাড়ে চার মাসে এনআইডি সংশোধনে পাঁচ লাখ আবেদন
সাড়ে চার মাসে এনআইডি সংশোধনে পাঁচ লাখ আবেদন

- আপডেট সময় : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইন প্রতিবেদক : গত চার মাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে পাঁচ লাখ আবেদন করেছে সেবা গ্রহীতারা। এই সময়ে এনআইডির আবেদন নিষ্পত্তি হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার। বর্তমানে তিন লাখের বেশি আবেদন সংশোধনীর অপেক্ষায় আছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২৭ মে) বিষয়টি জানা গেছে। গত ১ জানুয়ারি পর্যন্ত, ক্র্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত, তিন লাখ ৭৮ হাজার ৮৩৬টি আবেদন ছিল। এই সময়ে নতুন করে জমা পড়েছে পাঁচ লাখ এক হাজার ৯৫৪টি আবেদন। গত সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ১৯৭টি আবেদন।
বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার ৫৯৩টি। নির্বাচন কমিশন জটিলতার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে। সবচেয়ে বেশি আবেদন ঝুলে গ ক্যাটাগরিতে, এক লাখ ৪০ হাজার ৩১৬টি। এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে কম আবেদন ঝুলে আছে ক-১ ক্যাটাগরিতে, দুই হাজার ২৮টি। ইসির সার্ভারে প্রায় ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন। সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি দ্রুত সব নিষ্পত্তি হয়ে যাবে।
এ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে। অনেকেই যেমন ভুলটা সংশোধন করতে আবেদন করেন। কেউ কেউ আবার অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের আবেদন করেন। কাজেই যাচাই বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয়। এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আশা করি।