সিদ্ধিরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন ওসি কামরুল ফারুক

- আপডেট সময় : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ২০ বার পড়া হয়েছে
সোহেল রানা : করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেক দারিদ্র মানুষের ঘরে নেই চাল ডালসহ অন্যান্য খাদ্যদ্রব্য। নারায়নগঞ্জে এমনসব দরিদ্র মানুষের মাঝে চাল,ডাল, পিয়াজ,আলু ও সাবান বিতরন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২০ইং) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের ১০০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরনকালে ভারপ্রাপ্ত কর্মকতা কামরুল ফারুক বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে ১০ দিনের সরকারী ছুটি ঘোষণা করায় গণপরিবহন বন্ধ এবং সকল মানুষকে যার যার বাড়ী ঘরে অবস্থান নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ফলে আমাদের গরীব দুস্ত ও রিক্সা চালকদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। সেজন্য আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে এই খাদ্য সামগ্রী দিয়েছি যাতে তাদের চলতে সমস্যা না হয়। এ ভাবে যদি প্রত্যেক বিত্তবান ও বাড়ীর মালিকসহ সামর্থ্যবান লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খেটে খাওয়া মানুষদের উপকার হবে।