সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান                            
                           
                            
                            
                                
                              							  অনলাইন ডেস্ক									
								
                                
                                
                                    
                                        -   আপডেট সময় : 
০৬:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
	  
                                        										
-  /    54 
 
                             
                         
                            
							
							
                            
                                                             
    
    
   	
    
                            
                                
সুপ্রিম কোর্টের অবকাশকালীন আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তি করার জন্য চেম্বার জজ আদালতের বিচারক হিসেবে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করা হয়েছে।
আগামী ২১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ভার্চুয়ালি বেলা ১১টা থেকে চেম্বারজজ কোর্টের মামলা সংক্রান্ত শুনানি গ্রহণ করবেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি ওবায়দুল হাসানকে চেম্বারজজ আদালতের বিচারক মনোনীত করার পরে মঙ্গলবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন।
							
                            
                            
                           
												
                        
                            নিউজটি শেয়ার করুন