ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন, প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত: গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ রাশিয়ার কামচাটকা ভূমিকম্প: ৭.৪ মাত্রার কম্পন, সুনামি সতর্কতা জারি প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ মারা গেলেন ২০ বছর কোমায় থাকার পর জাতীয় সনদ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির, ‘ঘুমন্ত রাজপুত্র’ আলওয়ালিদ জুলাই গণহত্যার, সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে গাজায় শিশুর মৃত্যু, ইসরায়েলের অবরোধে খাদ্য সংকট চরমে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এ পর্যন্ত গ্রেপ্তার ৩০৬

১৮তম পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের সুযোগ দাবিতে আন্দোলন শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

ঢাকা, ২২ জুন ২০২৫ (শনিবার): ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অথচ বয়স ৩৫ বছরের ঊর্ধ্ব হওয়ায় আবেদন থেকে বঞ্চিত প্রার্থীরা আজ জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা জানান, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ২ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়, কিন্তু বয়স গণনায় সেই তারিখ বিবেচনা না করে পূর্বের ক্যালেন্ডার অনুসরণে অনেক নিবন্ধিত প্রার্থীকে আবেদন থেকে বাদ দেওয়া হয়েছে। এতে করে বহু প্রার্থী, যারা বয়সসীমা অতিক্রম করলেও নিবন্ধনপ্রাপ্ত এবং দীর্ঘদিন চাকরির অপেক্ষায় ছিলেন, তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি।

বক্তারা অভিযোগ করেন, “১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশে দেরি, নিয়োগ কার্যক্রমে বিলম্ব এবং এনটিআরসিএ’র সময়মতো গণবিজ্ঞপ্তি না দেওয়ার কারণে আজ আমরা বয়সসীমার শিকার। এটি প্রার্থীদের ব্যর্থতা নয়, বরং এটি প্রতিষ্ঠানিক অসঙ্গতির ফল।”

প্রার্থীদের দাবি:

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশনার তারিখ ২ নভেম্বর ২০২৩ অনুযায়ী বয়স গণনা করতে হবে।

১৮তম পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বিশেষ বিবেচনায় আবেদন করার সুযোগ দিতে হবে।

দীর্ঘদিন অপেক্ষায় থাকা নিবন্ধিত বেকারদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি:
ভুক্তভোগীরা স্পষ্ট ভাষায় বলেন, “আমরা আশা করি, এনটিআরসিএ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। অন্যথায়, আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ও অনশনসহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”

এ সময় শিক্ষার্থীরা ‘চাকরি আমাদের অধিকার’, ‘বয়স নয়, যোগ্যতা বিবেচনায় নিন’, ‘বঞ্চিত প্রার্থীদের আবেদন সুযোগ দিন’ — এমন নানা স্লোগান দিয়ে সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের বয়স বাড়ছে, কিন্তু এনটিআরসিএ বছরের পর বছর নিয়োগ কার্যক্রম শেষ করতে না পারায় হাজার হাজার নিবন্ধনধারী আজ দিশেহারা। তাদের দাবি, ন্যায়বিচার ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্যার সমাধান করা হোক।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৮তম পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের সুযোগ দাবিতে আন্দোলন শুরু

আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ঢাকা, ২২ জুন ২০২৫ (শনিবার): ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অথচ বয়স ৩৫ বছরের ঊর্ধ্ব হওয়ায় আবেদন থেকে বঞ্চিত প্রার্থীরা আজ জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা জানান, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ২ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়, কিন্তু বয়স গণনায় সেই তারিখ বিবেচনা না করে পূর্বের ক্যালেন্ডার অনুসরণে অনেক নিবন্ধিত প্রার্থীকে আবেদন থেকে বাদ দেওয়া হয়েছে। এতে করে বহু প্রার্থী, যারা বয়সসীমা অতিক্রম করলেও নিবন্ধনপ্রাপ্ত এবং দীর্ঘদিন চাকরির অপেক্ষায় ছিলেন, তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি।

বক্তারা অভিযোগ করেন, “১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশে দেরি, নিয়োগ কার্যক্রমে বিলম্ব এবং এনটিআরসিএ’র সময়মতো গণবিজ্ঞপ্তি না দেওয়ার কারণে আজ আমরা বয়সসীমার শিকার। এটি প্রার্থীদের ব্যর্থতা নয়, বরং এটি প্রতিষ্ঠানিক অসঙ্গতির ফল।”

প্রার্থীদের দাবি:

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশনার তারিখ ২ নভেম্বর ২০২৩ অনুযায়ী বয়স গণনা করতে হবে।

১৮তম পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বিশেষ বিবেচনায় আবেদন করার সুযোগ দিতে হবে।

দীর্ঘদিন অপেক্ষায় থাকা নিবন্ধিত বেকারদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি:
ভুক্তভোগীরা স্পষ্ট ভাষায় বলেন, “আমরা আশা করি, এনটিআরসিএ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। অন্যথায়, আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ও অনশনসহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”

এ সময় শিক্ষার্থীরা ‘চাকরি আমাদের অধিকার’, ‘বয়স নয়, যোগ্যতা বিবেচনায় নিন’, ‘বঞ্চিত প্রার্থীদের আবেদন সুযোগ দিন’ — এমন নানা স্লোগান দিয়ে সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের বয়স বাড়ছে, কিন্তু এনটিআরসিএ বছরের পর বছর নিয়োগ কার্যক্রম শেষ করতে না পারায় হাজার হাজার নিবন্ধনধারী আজ দিশেহারা। তাদের দাবি, ন্যায়বিচার ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্যার সমাধান করা হোক।