আমাদের আত্মপরিচয়ের সংকট নিরসন করেছেন জিয়াউর রহমান: রিজভী
- আপডেট সময় : ১২:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 2
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ে দীর্ঘ একটি সংকট ছিল, যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রদলের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পরে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, ১৯৭৫ সালের পর ক্ষমতায় আসা বাহাত্তরের নেতাদের সময় জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। “তারা যে জাতীয়তার কথা বললেন, সেটি ভূখণ্ডের বা পতাকার প্রতিনিধিত্বহীন — তাই তা সার্বজনীন জাতীয়তা হতে পারেনি। শহীদ জিয়াউর রহমান সেই সংকট নিরসন করেন,” তিনি বলেন।
রিজভী আরও বলেন, “‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ শব্দবন্ধে আমাদের ভূগোল, মাটি, পানি, বৃক্ষ ও প্রাণীর সকলের প্রতিনিধিত্ব রয়েছে। এই নামই আমাদের আত্নপরিচয়কে বিশ্ববাজারে তুলে ধরেছে।” তিনি জোর দিয়ে বলেন, বহুদলীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক পথচলা জিয়াকে দিয়ে নিশ্চিত হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জনতাকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদ গড়ে তোলার কাজ করেছিলেন জিয়া। তবে তিনি জানান, ২০২৪ সালের অভ্যুত্থানের পর যে জনআকাঙ্ক্ষা দেখা দিয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী বিভাজন সৃষ্টিকারী কাজ করে যাচ্ছে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ৭ নভেম্বরের ঘটনার মাধ্যমে একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছিল; সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে শিখেছে তরুণ প্রজন্ম। তিনি জানান, ভবিষ্যতে যারা গণতন্ত্র নস্যাৎ করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।























