ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ : নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ভোট আ‌য়োজ‌নে সংসদ ভে‌ঙে দি‌য়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিশ। নির্বাচন ক‌মিশন গঠনে আইন প্রণয়‌নও চায় দল‌টি।

নির্বাচন ক‌মিশন গঠ‌নে রাষ্ট্রপ‌তির সংলা‌পে এই দু‌টিসহ পাঁচ দফা প্রস্তাব দি‌য়ে‌ছে খেলাফত। দ‌লের মহাস‌চিব ড. আহমদ আবদুল কা‌দে‌রের নেতৃ‌ত্বে সাত সদ‌স্যের প্রতি‌নি‌ধি দল সোমবার বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মি‌দের স‌ঙ্গে সংলা‌পে অংশ নেয়।

আবদুল কা‌দের সাংবা‌দিক‌দের বলে‌ছেন, তার দল সার্চ ক‌মি‌টি চায় না। আই‌নের মাধ‌্যমে নির্বাচন ক‌মিশন চায়। রাষ্ট্রপ‌তিও ম‌নে ক‌রেন, আইন থাকা দরকার। রাষ্ট্রপ‌তি খেলাফত নেতাদের ব‌লেছেন, ‌আইন না থাকায় বারবার আপনা‌দের ডাক‌তে হয়। সরকারও ব‌লে‌ছে আইন কর‌বে। আর মাত্র দেড় মাস বা‌কি আ‌ছে। এর ম‌ধ্যে কী হ‌বে।

তিনি ব‌লেছেন, রাষ্ট্রপ‌তির কা‌ছে তারা নির্বাচনকালীন সরকার গঠ‌নের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন, যে সরকার তত্ত্বাবধায়ক হি‌সে‌বে কাজ কর‌বে। ভো‌টের সময় আইন, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রলালয় নির্বাচন কমিশ‌নের অধী‌নে থাক‌বে। আমলাত‌ন্ত্রের যে অবস্থা তা‌তে দলীয় সরকা‌রের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনকালীন সরকা‌রের প্রস্তা‌বে রাষ্ট্রপ‌তি কিছু ব‌লেন‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন খেলাফত মহাস‌চিব। তি‌নি জানান, একজন আলেম ও একজন নারী‌কে নি‌য়ে নির্বাচন ক‌মিশন গঠ‌নের প্রস্তাব ক‌রা হয়েছে।

খেলাফত মজ‌লিশ ২১ বছর বিএন‌পির জো‌টে ছিল। গত এপ্রিলে হেফাজ‌তে ইসলা‌মের স‌হিংসতার মামলায় দ‌লের মহাস‌চিবসহ অনে‌কেই গ্রেপ্তার হন। গত জু‌নে খেলাফত মজলিশ বিএন‌পির জোট ছা‌ড়ে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ : নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিশ

আপডেট সময় : ০৬:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ভোট আ‌য়োজ‌নে সংসদ ভে‌ঙে দি‌য়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিশ। নির্বাচন ক‌মিশন গঠনে আইন প্রণয়‌নও চায় দল‌টি।

নির্বাচন ক‌মিশন গঠ‌নে রাষ্ট্রপ‌তির সংলা‌পে এই দু‌টিসহ পাঁচ দফা প্রস্তাব দি‌য়ে‌ছে খেলাফত। দ‌লের মহাস‌চিব ড. আহমদ আবদুল কা‌দে‌রের নেতৃ‌ত্বে সাত সদ‌স্যের প্রতি‌নি‌ধি দল সোমবার বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মি‌দের স‌ঙ্গে সংলা‌পে অংশ নেয়।

আবদুল কা‌দের সাংবা‌দিক‌দের বলে‌ছেন, তার দল সার্চ ক‌মি‌টি চায় না। আই‌নের মাধ‌্যমে নির্বাচন ক‌মিশন চায়। রাষ্ট্রপ‌তিও ম‌নে ক‌রেন, আইন থাকা দরকার। রাষ্ট্রপ‌তি খেলাফত নেতাদের ব‌লেছেন, ‌আইন না থাকায় বারবার আপনা‌দের ডাক‌তে হয়। সরকারও ব‌লে‌ছে আইন কর‌বে। আর মাত্র দেড় মাস বা‌কি আ‌ছে। এর ম‌ধ্যে কী হ‌বে।

তিনি ব‌লেছেন, রাষ্ট্রপ‌তির কা‌ছে তারা নির্বাচনকালীন সরকার গঠ‌নের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন, যে সরকার তত্ত্বাবধায়ক হি‌সে‌বে কাজ কর‌বে। ভো‌টের সময় আইন, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রলালয় নির্বাচন কমিশ‌নের অধী‌নে থাক‌বে। আমলাত‌ন্ত্রের যে অবস্থা তা‌তে দলীয় সরকা‌রের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনকালীন সরকা‌রের প্রস্তা‌বে রাষ্ট্রপ‌তি কিছু ব‌লেন‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন খেলাফত মহাস‌চিব। তি‌নি জানান, একজন আলেম ও একজন নারী‌কে নি‌য়ে নির্বাচন ক‌মিশন গঠ‌নের প্রস্তাব ক‌রা হয়েছে।

খেলাফত মজ‌লিশ ২১ বছর বিএন‌পির জো‌টে ছিল। গত এপ্রিলে হেফাজ‌তে ইসলা‌মের স‌হিংসতার মামলায় দ‌লের মহাস‌চিবসহ অনে‌কেই গ্রেপ্তার হন। গত জু‌নে খেলাফত মজলিশ বিএন‌পির জোট ছা‌ড়ে।