সংবাদ শিরোনাম ::
করোনাভাইরাসের আঁধার ভেদ করে নতুন আলোতে বেরিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস যে আঁধার সৃষ্টি করেছে আমাদেরকে তা ভেদ করে নতুন আলোতে বেরিয় আসতে হবে।
বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ উদযাপনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে। ঘরে বসেই আমরা নববর্ষ উদযাপন করবো। অতীতের গ্লানি কাটিয়ে আমরা সামনে এগিয়ে যাবে। করোনার আধার ভেদ করে আমাদের আলোতে বেরিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো।