কাপাসিয়ায় শোক দিবস উপলক্ষে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে “মানবতার ঘর”
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / 50
কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে মানবতার ঘরের উদ্যোগে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ আগস্ট বিকালে উপজেলার আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ালিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন গাজীপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান,মানবতার ঘরের প্রধান উদ্যোক্তা শিক্ষক মোমতাজ উদ্দিন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, রফিক উদ্দিন, মোজাম্মেল হক, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, রাজিয়া আক্তার কলি, মাহমুদা আক্তার, ফারজানা আক্তার লিপি।
সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জোবায়েদ আলম জুয়েল, প্রধান শিক্ষক আলমগীর হোসেন।


























