কাপাসিয়ায় গৃহবধূ সঙ্ঘবদ্ধ ধর্ষনের শিকার আটক ৭
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / 67
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূ (২২) সঙ্ঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছেন। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর করিম মিল নরাইদ্দারটেক এলাকার কড়ই গাছের নিচে এ ঘটনা ঘটে।
এতে অভিযুক্ত সাত যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সকলেই কাপাসিয়ার তরগাঁও এলাকার বাসিন্দা। তারা হল বাদল মোড়লের ছেলে মহফুজুল হক (২০), এহসান উদ্দিনের ছেলে মাহবুবুল হোসেন শাকিব (২২), মোস্তফা বেপারীর ছেলে রোমন বেপারী (২০), মৃত ছফুর উদ্দিনের ছেলে মাসুম শেখ(২১), শামসুল হকের ছেলে রাকিব হোসেন (২০), মহসীনের ছেলে জোবায়ের (২১), মফিজ উদ্দিন সর্দারের ছেলে মোস্তারীন সর্দার(২১)। প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চর খামের গ্রামের আইনুদ্দীনের ছেলে সাখাওয়াত পলাতক রয়েছে।
কাপাসিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আটককৃতদের সত্যতা নিশ্চিত করে জানান, কাপাসিয়ার চর খামের গ্রামের আইনুদ্দীনের ছেলে সাখাওয়াত হোসেনের সাথে ভিকটিমের মোবাইলে নিয়মিত কথা-বার্তা হত। ওই পরিচয়ের জেরে বৃহষ্পতিবার রাতে সাখাওয়াত ভিকটিমকে একটি মোবাইল ফোন দেয়ার কথা বলে বাড়ির বাইরে যেতে বলে। পরে ভিকটিম বাড়ির থেকে একটু দূরে নরাইদ্দারটেক কড়ই তলায় যায়। সেখানে সাখাওয়াতসহ অভিযুক্তরা ভিকটিমকে ধর্ষন করে এবং মোবাইল ফোনে ভিকটিমের মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।। ভিকটিমের স্বামীর বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বীর আহমদপুর গ্রামের। সে এক সন্তানের জননী ও তার স্বামী কাতার প্রবাসী। ভিকটিম ওইদিন তার বাবার বাড়ি কাপাসিয়া আসেন।
কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন জানান, গৃহবধূ সঙ্ঘবদ্ধ ধর্ষনের অভিযোগটি সঠিক। অভিযুক্তদের আটক করতে তারা সক্ষম হয়েছেন। ভিকটিমের মা বাদী হয়ে ৮ জনে নামে মামলা দিয়েছে। মামলা নং (১৬ ) তারিখ ১৮.১২.২০২০ ।ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



























