ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিছু দল বিশেষ সুবিধা পাচ্ছে, প্রধানরা পাচ্ছেন ভিভিআইপি প্রটোকল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 7

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেছেন, কিছু রাজনৈতিক দল বিশেষ সুবিধা পাচ্ছে এবং তাদের প্রধানরা ভিভিআইপি প্রটোকল ভোগ করছেন। যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পথে বড় বাধা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে একজনের মাত্র এক হাজার টাকার কম বিদ্যুৎ বিল বাকি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরেকজনের ক্ষেত্রে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলে স্টেটমেন্ট দিলেও শুধু ওপেনিং ডেট উল্লেখ না থাকায় সেটি গ্রহণ করা হয়নি। সাত-আট জায়গায় স্বাক্ষরের মধ্যে এক-দুই জায়গায় ভুলবশত স্বাক্ষর না থাকা বা ছোটখাটো ক্লারিক্যাল মিস্টেকের কারণেও অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ঋণখেলাপি, তথ্য গোপন বা মামলার মতো গুরুতর ও যৌক্তিক কারণ থাকলে বাতিল করা মানা যায়। কিন্তু যেসব বিষয় সমাধানযোগ্য বা সংশোধনযোগ্য, সেগুলো নিয়ে অতীতে ছাড় দেওয়া হলেও এবার কড়াকড়ি করা হয়েছে। এর ফলে প্রার্থীরা ইমেজ সংকটে পড়ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু প্রার্থীর ক্ষেত্রে এসব ছোটোখাটো ত্রুটি ক্ষমা করা হলেও আমাদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। এটি স্পষ্ট বৈষম্য। প্রায় ২৮ শতাংশের বেশি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়া ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়ে মাওলানা গাজী আতাউর বলেন, এখনো পর্যন্ত লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। কমিশন আমাদের জানিয়েছে ৭০ শতাংশের মতো উদ্ধার হয়েছে। কিন্তু এখনো অনেক অবৈধ অস্ত্র রয়ে গেছে। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের যে গতি থাকা উচিত, এবার আমরা তার চেয়ে কিছুটা কম লক্ষ্য করছি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিছু দল বিশেষ সুবিধা পাচ্ছে, প্রধানরা পাচ্ছেন ভিভিআইপি প্রটোকল

আপডেট সময় : ০৯:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেছেন, কিছু রাজনৈতিক দল বিশেষ সুবিধা পাচ্ছে এবং তাদের প্রধানরা ভিভিআইপি প্রটোকল ভোগ করছেন। যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পথে বড় বাধা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে একজনের মাত্র এক হাজার টাকার কম বিদ্যুৎ বিল বাকি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরেকজনের ক্ষেত্রে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলে স্টেটমেন্ট দিলেও শুধু ওপেনিং ডেট উল্লেখ না থাকায় সেটি গ্রহণ করা হয়নি। সাত-আট জায়গায় স্বাক্ষরের মধ্যে এক-দুই জায়গায় ভুলবশত স্বাক্ষর না থাকা বা ছোটখাটো ক্লারিক্যাল মিস্টেকের কারণেও অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ঋণখেলাপি, তথ্য গোপন বা মামলার মতো গুরুতর ও যৌক্তিক কারণ থাকলে বাতিল করা মানা যায়। কিন্তু যেসব বিষয় সমাধানযোগ্য বা সংশোধনযোগ্য, সেগুলো নিয়ে অতীতে ছাড় দেওয়া হলেও এবার কড়াকড়ি করা হয়েছে। এর ফলে প্রার্থীরা ইমেজ সংকটে পড়ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু প্রার্থীর ক্ষেত্রে এসব ছোটোখাটো ত্রুটি ক্ষমা করা হলেও আমাদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। এটি স্পষ্ট বৈষম্য। প্রায় ২৮ শতাংশের বেশি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়া ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়ে মাওলানা গাজী আতাউর বলেন, এখনো পর্যন্ত লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। কমিশন আমাদের জানিয়েছে ৭০ শতাংশের মতো উদ্ধার হয়েছে। কিন্তু এখনো অনেক অবৈধ অস্ত্র রয়ে গেছে। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের যে গতি থাকা উচিত, এবার আমরা তার চেয়ে কিছুটা কম লক্ষ্য করছি।