কেরাণীগঞ্জে বাড়িরভাড়া মওকুফের জন্য বাড়ির মালিকদের আহ্বান জানালেন শাহীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : কেরাণীগঞ্জে বাড়িরভাড়ার মওকুফের জন্য বাড়ির মালিকদের আহ্বান জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি বলেন, মহামারি দুর্যোগ করোনা ভাইরাসের সময়ে আপনারা বাড়ি ভাড়ার জন্য ভাড়াটিয়াদের চাপ প্রয়োগ না করে একটু সহানুভূতিশীল হবেন।এই সময়টা আমাদের সকলের জন্যই মহাবিপদ।এই বিপদের মুহুর্তে আমাদের সবার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।তাই আপনারা আপনাদের বাড়ির ভাড়া আদায়ের জন্য বেশি চাপ প্রয়োগ না করে একটু সময় দিবেন এই প্রত্যাশা আমি করছি।কারণ সকল মানুষের আয়-রোজগার এখন সম্পূর্ণ বন্ধ।আপনারা যদি এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দেন তাহলে আরো ভাল হবে।”মানুষ মানুষের জন্য “এ কথাটি আমাদের কেরাণীগঞ্জের বাড়ির মালিকগণ প্রমাণ করবেন বলে আশা পোষন করি।

সোমবার (০৬ এপ্রিল) তার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই পোস্টের মা্ধ্যমে কেরানীগঞ্জের বাড়ির মালিকদের প্রতি এই আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আমাদের কেরাণীগঞ্জ উপজেলায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।আপনারা সবাই সরকারের সকল নির্দেশনা গুলো মেনে চলুন।কেউ অকারণে ঘর থেকে বের হবেন না।বিশেষ প্রয়োজনে বের হলেও কাজ দ্রুত শেষ করে ঘরে চলে যাবেন। বেলা দুইটা থেকে ঔষধের দোকান ব্যতীত সকল ধরণের দোকান বন্ধ রাখবেন।করোনা ভাইরাস থেকে নিজে নিরাপদ থাকেন এবং অন্যকে নিরাপদ রাখেন।আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।

2 Comments
  1. ইয়াসিন says

    স্যার যদি বাড়ি ওয়ালা আমাদের ভাড়ার জন্য চাপ দেয় তাহলে কি করবো।এমনেই চলতে কষ্ট হয় আবার চাপ দিলে আমরা কি করবো যদি কোন উপায় করে দিতেন তাহলে আমরা অনেক খুশি স্যার

  2. Taluckder mohib says

    Assalamualaikum,,,,shahin bhai er poti abedon,,model town aj 9 din jabot loc down,,,,kono onudan ekhono asheni,,,bhai plz amra jara varatia achi amra kar kache hat patbo,,,,karo kache hat o pat te parina,,,,bhai plz ektu nojor den jara hat pat te parena tader ghore ontoto kichu powche dewar bebostha koren bhai plz plz plz….apni chaile obosshoi parben

Leave A Reply

Your email address will not be published.

Title