কেরানীগঞ্জে অনিরাপদ ও উদ্দেশ্যহীনভাবে চলাফেরার দ্বায়ে ১৫ জনকে জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ সরকারের নির্দেশ না মেনে বিনা কারনে বাহিরে ঘোরাফেরা করা, সংক্রমণ রোগের বিস্তারে সচেতন না হওয়া , প্রকাশ্যে ধূমপান করা, নিয়মের বাহিরে দোকান খোলা রাখা সহ বেশ কিছু অনিয়মের কারনে কেরানীগঞ্জের আটি বাজার রুহিতপুর সহ কয়েকটি স্থানে ১৫ জনকে আর্থিক জরিমানা করে ভাম্রমাণ আদালত।

বুধবার (১লা এপ্রিল) ভাম্রমান আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ।

দন্ডপ্রাপ্তরা হলেন, রাকিব(৩০), আসলাম(৩২), শাকির(২২),সাইদুর রহমান(৪৫),খোকন খান(৩৪),জোবায়ের হোসেন(৪৩),অামজাদ হোসেন(৫৬)জাকারিয়া(২৩) নাজমুল(৫১),শফি(২৫) নাজমুল(৪১),নাহিদ(২৩), রনি(৩০), আলী হোসেন(৪৮),সাগর(২৮)।কেরানীগঞ্জের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল এই অভিযান পরিচালনা করেন।তিনি বলেন,কেরানীগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ রোগ বিস্তার রোধে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এর পরিধি ক্রমান্বয়ে বাড়বে।সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসাধারণের প্রতি বাসায় থাকার জন্য অনুরোধ করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title