কেরানীগঞ্জে করোনা ভাইরাসে করনীয় বিষয়ে পুলিশ-সাংবাদিক মত বিনিময়

প্রাইমটিভি বাংলা (অনলাইন)ঃ

কেরানীগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ-সাংবাদিকদের করনীয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ (মঙ্গলবার) দুপুর ২ টায় কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম, ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু, ওসি তদন্ত মাসুদ রানা… কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সালাহ্উদ্দীন মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন রতন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ ও সাংবাদিকদের করনীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ওসি মইনুল ইসলাম বলেন, বিশ্বের এই মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তার, পুলিশ ও সাংবাদিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। জাতীর এই ক্রান্তিকালীন সময় সাংবাদিকদের কে জাতির বিবেকের পরিচয় দিতে হবে। সবাই ঘরে ঘরে বসে থাকবে! কিন্তু ডাক্তার ও পুলিশের সাথে মাঠে থাকতে হবে সাংবাদিকদের।

Leave A Reply

Your email address will not be published.

Title