কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর গ্যাস লাইটার ফ্যাক্টরিতে আগুন

 

প্রাইমটিভি বাংলা(অনলাইন)

ঢাকার কেরানীগঞ্জে নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীতে অবস্থিত মবিসন্স লিমিটেড গ্যাস লাইটার ফ্যাক্টরিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।কেরানীগঞ্জ দমকল বাহীনির একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
জানাগেছে, মবিসন্স লিমিটেড গ্যাস লাইটার ফ্যাক্টরিতে ইতিপূর্বে ২০১৯ সালের ২৩ জানুয়ারী ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।ফ্যাক্টরিতে কোন সরকারী অনুমোদন ছিলনা।দীর্ঘ দিন ধরে প্রভাবশালীদের ম্যানেজকরে ফ্যাক্টরি চালিয়ে আসছিল।ফ্যাক্টরির মালিক কাওছার ঘটনার পরপর পলাতক রয়েছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় তিনি ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সাথে আলাপকালে বলেন,আপনারাই বলেছেন ভবনটি ঝুকি পূর্ন,আমি ছিলগালা করার কথা বলবনা ঝুকিপূর্ন ভবন হিসেবে ব্যানার টানিয়ে দিলাম ভবটি কমপ্নিন সেশনটি কমপ্লিট না করে কোন কাজ করবেননা।এসময় পাশের আরো তিনটি অবৈধ কারখানাকে ঝুকিপূর্ন ঘোষনা করেন।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান,প্রাথমিক ধারনা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে এনেছি।মালিকপক্ষ জানান ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ লক্ষ টাকা।

 

Leave A Reply

Your email address will not be published.

Title