কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন
 
																
								
							
                                - আপডেট সময় : ০৩:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / 77
প্রাইম টিভি বাংলা (অনলাইন)ঃ
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ সাগর (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। মঙ্গলবার সকালে দক্ষিন কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার বড় মসজিদ রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার ও সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ।সাগরের পরিবার দক্ষিন কেরানীগঞ্জের কালীগঞ্জ নামাপাড়ার ১ নাম্বার বাড়ীতে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অজ্ঞাত কয়েক জন কিশোর সাগরকে ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সাগর কেরানীগঞ্জের আলম টাওয়ারে দর্জির কাজ করতো। সোমবার সারা রাত কাজ করার পর মঙ্গলবার সকালে বাসায় ফেরার পথে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় এবং হত্যা করে। তারা আরো জানায়, কিছুদিন আগে একই এলাকার তার কয়েকজন বন্ধুদের সাথে ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন তারা। তবে কি কারনে ঝগড়া হয়েছিল সে বিষয়ে তারা অবগত না বলে জানান পরিবারের সদস্যরা।
দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আক্কাস মিয়া জানায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার এবং সন্দেহভাজন এক কিশোরকে আটক করা হয়েছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
																			 
																		















