খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, দোয়া-প্রার্থনা অব্যাহত
- আপডেট সময় : ০৯:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 10
সূত্র জানায়, স্বাস্থ্য পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসক সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকা খালেদা জিয়া ডাক শুনে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। আগের তিন দিনের চেয়ে এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।
আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ‘আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন। তিনি আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন—এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।
তিনি বলেন, ‘মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে।’
এর আগে চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন তারেক রহমান জানিয়ে রিজভী বলেন, ‘লন্ডন ক্লিনিকের ডাক্তার যাঁরা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাঁদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।’
দোয়া-প্রার্থনা অব্যাহত : খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া-প্রার্থনা অব্যাহত রয়েছে। গতকাল বাদ জোহর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় মসজিদে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নিজস্ব কার্যালয়ে দোয়ার আয়োজন করে। সেগুনবাগিচা বাইতুল আকসা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বাদ জোহর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের উদ্যোগে মিটফোর্ড হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।
বাদ আসর ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বাদ মাগরিব রাজধানীর অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ অনেকেই অংশ নেন। এ ছাড়া বিকেল ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা সভা করে। প্রার্থনা সভায় গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।














