ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘চাই না আমার কারণে শাহরুখের সংসার ভাঙুক’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 6

কখনও শাহরুখ তো কখনও সালমান, বলিউডের খানেদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। কিছুদিন আগেই একহাত নিয়েছিলেন সালমানকে; এবার তার নিশানায় শাহরুখ। 

কয়েকদিন আগের ঘটনা, শাহরুখকে নিয়ে অভিনব বলেছিলেন, শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা তার নেই। আরও বলেন, বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হল সিনেমা ভালো হলে তার সমস্ত কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয় তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা।

এই মন্তব্য করার পর তা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়। ফলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন, আমি কাউকে আক্রমণ করতে চাইনি।

এরপর অভিনব বলেন, ‘আমি শাহরুখ, সালমান ও আমির তিনজনের সঙ্গেই কাজ করেছি। প্রত্যেকেই একই মানসিকতা পোষণ করে না। সালমান নিজের প্রভাব প্রয়োগ করতে চায়, শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নয়। তবে যেটা করে তা হলো ছবির আইডিয়া নিজের প্রযোজনা সংস্থা থেকে করতে চান।’

পরিচালক আরও জানান, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানেন যা প্রকাশ করলে নায়কের সমস্যা হতে পারে। তাই তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি। বলেন, ‘আমি চাই না আমার কারণে ওর সংসার ভাঙুক।’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘চাই না আমার কারণে শাহরুখের সংসার ভাঙুক’

আপডেট সময় : ১০:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

কখনও শাহরুখ তো কখনও সালমান, বলিউডের খানেদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। কিছুদিন আগেই একহাত নিয়েছিলেন সালমানকে; এবার তার নিশানায় শাহরুখ। 

কয়েকদিন আগের ঘটনা, শাহরুখকে নিয়ে অভিনব বলেছিলেন, শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা তার নেই। আরও বলেন, বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হল সিনেমা ভালো হলে তার সমস্ত কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয় তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা।

এই মন্তব্য করার পর তা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়। ফলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন, আমি কাউকে আক্রমণ করতে চাইনি।

এরপর অভিনব বলেন, ‘আমি শাহরুখ, সালমান ও আমির তিনজনের সঙ্গেই কাজ করেছি। প্রত্যেকেই একই মানসিকতা পোষণ করে না। সালমান নিজের প্রভাব প্রয়োগ করতে চায়, শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নয়। তবে যেটা করে তা হলো ছবির আইডিয়া নিজের প্রযোজনা সংস্থা থেকে করতে চান।’

পরিচালক আরও জানান, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানেন যা প্রকাশ করলে নায়কের সমস্যা হতে পারে। তাই তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি। বলেন, ‘আমি চাই না আমার কারণে ওর সংসার ভাঙুক।’