ঝিনাইদহে বিপ্লবী কমিউনিস্ট লীগের মিছিল-সমাবেশ

- আপডেট সময় : ১১:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি : দেশবিরোধী অসম চুক্তি বাতিল এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঝিনাইদহে মিছিল-সমাবেশ করেছে বিপ্লবী কমিউনিস্ট লীগ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় ঝিনাইদহ শাখার উদ্যোগে ওয়াজির আলী স্কুলের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে জেলা সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড তসলিম উর রহমান, যশোর জেলা কমিটির সদস্য কমরেড পলাশ বিশ্বাস, নারী মুক্তি পরিষদের আহ্বায়ক কমরেড স্বপ্ন সুলতানা, কমরেড আব্দুর রাজ্জাক, কৃষক নেতা সোনা মিয়া, সুজন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশে এখনো দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের ধারাবাহিকতা চলছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না মিললেও সার, ডিজেল, কীটনাশক ও ঔষধের দাম বেড়ে তাদের নাগালের বাইরে চলে গেছে। নিয়োগ প্রক্রিয়া, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি।
তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময় করা দেশবিরোধী অসম চুক্তি এখনো বাতিল হয়নি। চিকিৎসা খাতেও চলছে বাণিজ্যিকীকরণ ও লুটপাট।
নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই স্বচ্ছ নির্বাচন, ঝিনাইদহে রেল সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপন এবং দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান। অন্যথায় দেশে নতুন গণঅভ্যুত্থান সৃষ্টি হবে, যা শেখ হাসিনাকে পতন ঘটানো গণঅভ্যুত্থানের চেয়েও শক্তিশালী হবে বলে হুঁশিয়ারি দেন তারা।