ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 102

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারী আটক করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন ক্ষুব্ধ জনতা, ‎মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে, এ ঘটনায় গ্রেফতার দুই ছিনতাইকারীকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ‎ছিনতাইকারীরা হলো- টঙ্গীর এরশাদনগর এলাকার দিদার হোসেনের ছেলে নাজমুল হোসেন ও একই এলাকার মোস্তফা কামালের ছেলে সুমন।

‎পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী এক পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা ও মালামাল ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন তাদের আটক করেন। পরে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে টঙ্গীর বনমালা এলাকায় নিয়ে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ মহাসড়কে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়। এদিকে গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টঙ্গীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারী আটক করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন ক্ষুব্ধ জনতা, ‎মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে, এ ঘটনায় গ্রেফতার দুই ছিনতাইকারীকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ‎ছিনতাইকারীরা হলো- টঙ্গীর এরশাদনগর এলাকার দিদার হোসেনের ছেলে নাজমুল হোসেন ও একই এলাকার মোস্তফা কামালের ছেলে সুমন।

‎পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী এক পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা ও মালামাল ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন তাদের আটক করেন। পরে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে টঙ্গীর বনমালা এলাকায় নিয়ে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ মহাসড়কে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়। এদিকে গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।