সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা পূজা ও দীপাবলী উৎসব

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ বৃহস্পতিবার (৪ নভম্বের) অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী শ্যামাপুজা ও দীপাবলী উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ী, রানী দীনমনি মহাশ্মশান এলাকা ভক্তদের পদচারনায় মুখর হয়ে উঠেছে। সারা রাত অমাবস্যা তিথীতে অনুষ্ঠিত হবে শ্যামা পুজা। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রয়াত স্বজনের আত্মার শান্তি কামনায় মোমবাতী ও প্রদীপ জ্বালয়ি র্প্রাথনা করছেন। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শ্যামা মায়ের পূজা র্অচনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধী বেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের র্প্রাথনা করেন।