টাঙ্গাইলে করোনাভাইরাস প্রতিরোধে র‌্যাবের সর্তকতামূলক কার্যক্রম

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনাভাইরাস প্রতিরোধে র‌্যাবের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর নেতৃত্বে টাঙ্গাইলে এই কার্যক্রম পরিচালিত হয়।

সকাল থেকে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বটতলা, নতুন বাসস্ট্যান্ড, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেলা, ওষুধের দোকান ও কাঁচা বাজার গুলোতে নিদিষ্ট দূরত্ব বজায় রাখা, অযথা বাড়ির বাইরে কাউকে না আসার নির্দেশ দেন।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, আমরা মানুষে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি। বাড়িতে থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রশাসনের নিয়ম-কানুন মেনে আমরা কাজ করলে তাহলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আমাদের এই কর্মসূচির আওতায় সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায়ও প্রচারণা চালানো হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title