সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে খাদ্য কর্মকর্তাসহ নতুন আক্রান্ত ১৭, জেলায় মোট আক্রান্ত ২৫২

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / 33
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খাদ্য কর্মকর্তাসহ নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫২ জন।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন, কালিহাতী উপজেলার ৩ জন, ধনবাড়ী উপজেলার ৩ জন, মধুপুর উপজেলার ৩ জন, নাগরপুর উপজেলার ২ জন, সখিপুর উপজেলার ১ জন, ঘাটাইল উপজেলার ১ জন ও গোপালপুর উপজেলার ১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ২ জুন পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলে ঘাটাইল উপজেলা খাদ্য কর্মকর্তাসহ নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৫২ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।